এডি সায়েন্টিফিক ইনডেক্স-২০২২ তালিকায় স্থান পেয়েছেন অভয়নগরের মেধাবী ছাত্র শাহিন

0
0

মোঃ রোকনুজ্জামান, অভয়নগর থেকেঃ বিশ্বসেরা গবেষকদের নিয়ে প্রকাশিত এডি সায়েন্টিফিক ইনডেক্স-২০২২ তালিকায় স্থান পেয়েছে আমাদের যশোরের অভয়নগরের কৃতি সন্তান, নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ০৯ ব্যাচের মেধাবী ছাত্র নূর হাসান শাহিন।

বুধবার (৮ই ডিসেম্বর) এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়। এডি সায়েন্টিফিক ইনডেক্স র‌্যাংকিংয়ে ১২ টি ক্যাটাগরিতে বিশ্বের ২০৬ টি দেশের ১৩ হাজার ৫৪২ টি প্রতিষ্ঠানের ৭ লাখ ১০ হাজার ৪৯৬ জন গবেষকদের তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় বাংলাদেশের ১৮৪৯ জন গবেষক স্থান পেয়েছেন।
তালিকায় বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন আর্টস অ্যান্ড সায়েন্স বিভাগের প্রভাষক নূর হাসান মাহমুদ শাহিন।

মো: শাহিন বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সৈয়দপুর ক্যন্টনমেন্ট (বাউস্ট) এর লেকচারার হিসেবে কর্মরত এবং পাশাপপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পিএইচ.ডি Ph.D. গবেষক হিসেবে অধ্যয়নরত।
তার জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন অভয়নগরের অগনিত শুভাকাঙ্খিগন।

সুত্র: https://www.adscientificindex.com/scientist.php?id=4305858

গুগল স্কলার আইডি: https://scholar.google.com/citations?user=V7pAIZMAAAAJ&hl=en

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here