সমাজের কন্ঠ ডেস্ক – যশোর অভয়নগরে শরিয়তপুর টু বেনাপোল রোডে চলাচলরত ফেম পরিবহনের সুপারভাইজার আকাশ মাতবরকে পিটিয়ে ও পরিকল্পিতভাবে তৈলবাহী ট্রাকের নিচে ফেলে হত্যার ১ সপ্তাহ পার হয়ে গেলেও আজও কোনো আসামী গ্রেফতার করতে পারেনি পুলিশ। এব্যাপারে উক্ত হত্যাকান্ডের মামলার তনন্ত অফিসার (এইআই) জাহিদের কাছে জানতে চাওয়া হলে তিনি সমাজের কন্ঠকে জানান, আসামীদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে। তিনি আরো জানান উক্ত ঘটনায় এজাহারভুক্ত সকল আসামী ঘা ঢাকা দিয়েছে। তবে আশা করছি দ্রুতই তাদের গ্রেফতার করতে সক্ষম হবো।
ঘটনাটি ঘটে গত ৫ই এপ্রিল শুক্রবার বেলা অনুমান ১২টার দিকে যশোর জেলার অন্তর্গত অভয়নগর উপজেলার নওয়াপাড়া হাইওয়ে থানার কাছাকাছি অভয়নগর মটর শ্রমিক ইউনিয়নের সামনে। নিহত আকাশ মাতবরের বাড়ী শরীয়তপুর জেলার পালং উপজেলার ডোমসার গ্রামে। তার পিতার নাম আদু মাতবর।উক্ত ঘটনার পর যশোর-খুলনা মহাসড়কে যানবাহন সাময়িকভাবে চলাচল বন্ধ হয়ে যায়।অভয়নগর থানা পুলিশ এসে নিহত আকাশ মাতবরের ক্ষত বিক্ষত দেহ উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকাশ মাতবরকে মৃত বলে ঘোষনা করেন। পরে অভয়নগর থানা পুলিশ লাশটির ময়না তদন্তের জন্য যশোর মর্গে পাঠিয়ে দেন। এই হত্যাকান্ডের ঘটনায় অভয়নগর থানায় হত্যা মামলার দায়ের করা হয়। নিহত আকাশ মাতবর হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে অভয়নগর ট্রান্সপোর্টের ৪টি ট্রাক (যশোর-ট ১১- ৪৭১১, যশোর-ট ১১- ৩৯৪৯, যশোর-ট ১১- ৩৯৩২ ও যশোর-ট ১১- ৪৬০২) এই ট্রাকগুলির সকল ড্রাইভার ও সকল হেলপার জড়িত ছিলো বলে প্রত্যক্ষদর্শীরা জানান।