দৈনিক সমাজের কন্ঠ

শার্শার বাগআঁচড়ায় রাস্তার পাশে শতবর্ষী মৃত ও শুকনা শিশুল গাছঃ দুর্ঘটনার আশঙ্কা

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া জিরো পয়েন্টে খোদ নাভারণ সাতক্ষীরা মহাসড়কের পাশেই একটি প্রবীণ শতবর্ষী শিশুল গাছ শুকিয়ে মরে যাচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, বাগআঁচড়া জিরো পয়েন্ট জুড়েই বিস্তৃত রয়েছে এ গাছটি। ছোট বড় ডাল মিলিয়ে গাছের ৭৫ শতাংশ মৃতপ্রায়,পাতাও নেই গাছের কোন অংশে,পাতা ঝরে ও শুকিয়ে গিয়ে ঠাই দাড়িয়ে আছে একটি কঙ্কালসার গাছ।
এমাতাঅবস্হায় যেকোন সময় গাছের মৃত ডালগুলো ভেঙ্গে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে বলে আশংক্ষা করছেন এলাকাবাসী ও পথচারীরা।
প্রতিদিন বাগআঁচড়ার জিরো পয়েন্ট দিয়ে হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করে বিভিন্ন গন্ত্যবে,আর এ জিরো পয়েন্টে প্রতিটা সময়ই কয়েকশত মানুষ অবস্হান করে।
যার মধ্যে রয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানের শিক্ষার্থী সহ কোমলমতী শিশুরা।
এ বিষয়ে বাগআঁচড়া বাজার কমিটির সভাপতি ও বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াচ কবির বকুল বলেন, যেহেতু গাছটি শুকিয়ে যাচ্ছে যে কোন সময় শুকনা ডাল ভেঙ্গে একটা দূর্ঘটনা ঘটতে পারে সেহেতু গাছটি অপসারণ জরুরী বলে আমি মনে করছি।
বড় কোন দূর্ঘটনা ঘটার আগেই গাছটি দ্রুত অপসারণ ও মৃত গাছের স্থানেই আর একটি গাছ স্থাপনের দাবী জানিয়েছে এলাকার সচেতন মহল।