ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

0
2

সমাজের কন্ঠ ডেস্ক – ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ ক্রিকেট দল। উইন্ডিজদের দেয়া ২৪৮ রানের টার্গেটে খেলতে ৪৭.২ ওভারে মাত্র ৫ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌছে যায় টাইগাররা।মুশফিক-মিথুনের ব্যাটে সহজ জয়ের দিকে এগোচ্ছে বাংলাদেশ৷ দলীয় ১০৭ রানে ৩ উইকেট হারালেও মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিথুনের অপরাজিত ৭২ রানের জুটিতে সহজ জয়ের দিকেই যাচ্ছে বাংলাদেশ।মিথুন ৩৩ ও মুশফিক ৩৭ রান নিয়ে উইকেটে আছেন৷ বাংলাদেশের সংগ্রহ ৩৫ ওভারে ৩ উইকেটে ১৭৯ রান।

এর আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৪৭ রান করেছে উইন্ডিজ।

ম্যালাহাইডে আজ টসে জিতে আগে ব্যাট করতে নেমে ভাল শুরু করলেও মাশরাফি ও মোস্তাফিজের সাথে সাকিবের দারুণ বোলিংয়ের জন্য উইন্ডিজ নির্ধারিত ৫০ ওভারর ২৪৭ রানের বেশি করতে পারেনি। উইন্ডিজের পক্ষে শাই হোপ ৮৭ ও অধিনায়ক হোল্ডার ৬২ রান করে।

বাংলাদেশের পক্ষে মোস্তাফিজ ৪৩ রানে ৪ টি ও মাশরাফি ৩ টি উইকেট নেন। এছাড়া দারুন কিপ্টে বল করেন সাকিব ১০ ওভারে ১ মেডেনসহ ২৭ রানে ১ উইকেট নেনে এই বাহাতি স্পিনার।

এদিন ১৩১ তম খেলোয়াড় হিসাবে অভিষেক হল আবু জায়েদ রাহির। এ ম্যাচে জিতলেই ফাইনালে চলে যাবে বাংলাদেশ। অন্যদিকে দুই ম্যাচ জিতে ইতিমধ্যে ফাইনালে চলে গেছে ক্যারিবিয়ানরা।

বাংলাদেশ একাদশঃ
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ চৌধুরী রাহী, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান।

উইন্ডিজ একাদশঃ
সুনিল অ্যামব্রিজ, শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জোনাথন কার্টার, জেসন হোল্ডার (অধিনায়ক), ফাবিয়ান অ্যালেন, রেয়মন রেফার, অ্যাশলে নার্স, কেমার রোচ, শেল্ডন কটরেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here