দৈনিক সমাজের কন্ঠ

বেনাপোলে  বিপুল পরিমাণ ফেন্সিডিল বোঝাই কাভার্ড ভ্যান সহ ড্রাইভার ও হেলপার আটক

নাজিমুদ্দিন জনি, শার্শা(যশোর)প্রতিনিধি :যশোর জেলা (গোয়েন্দা শাখা)ডিবি পুলিশ বেনাপোলে অভিযান চালিয়ে ৩ শত ৩৩ বোতল ফেন্সিডিল সহ একটি কভার্ড ভ্যান ও ড্রাইভার আকবার আলী(৩০)ও হেলপার আঃ রহিম(৪৫)নামে দুজনকে আটক করেছেে।

আটক আকবার আলী বেনাপোল পোর্ট থানার নারায়নপুর নতুন পাড়া এলাকার মুছা গাজীর ছেলে ও আঃ রহিম একই এলাকার
মৃত আঃ খালেক মোল্লার ছেলে।

এসময় মাদক ব্যাবসায়ী বেনাপোলের কাগমারী এলাকার আঃ রাজ্জাকের ছেলে আলাউদ্দিন (২৫)পালিয়ে গেছে বলে ডিবি পুলিশ জানায়।

যশোর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন জানান,রবিবার দুপুর ১২টায় সময় গোপন সংবাদের ভিত্তিতে এস,আই,আই আলমগীর সহ সংগীয়,ফোর্স নিয়ে জেলার বেনাপোল পোর্ট থানার সাকিনস্হ গোডাউনের ৬নং গেটের সামনে পাকা রাস্তার উপরে  থাকা একটি কভার্ড ভ্যান (যার নং থাকা মেট্রো ট-২২-২৯৬৮)টি জব্দ করা হয়।

এসময় গাড়ীর ভিতরে ড্রাইভারের সিটের নীচে কাঠের টুল বক্সের ভিতরে অভিনব বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩শত ৩৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় ও চালক আকবার আলী ও হেলপার আঃ রহিমকে আটক করা হয়।

এসময় পুলিশের উপস্হিতি টের পেয়ে ফেন্সিডিলের প্রকৃত মালিক আলাউদ্দিন পালিয়ে যেতে সক্ষ্মম হয় বলে এস আই মুরাদ জানান।

এব্যাপারে ডিবি পুলিশের ওসি মারুফ আহম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন,এব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।