ড, শেখ শাহরিয়ার আহমেদ (সম্পাদক) –
দৈনিক সমাজের কন্ঠ পরিবারের পক্ষ থেকে সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। প্রতি বছর বাংলার প্রতিটি ঘরে ঘরে উদযাপিত হয় পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষ। পহেলা বৈশাখের এই দিনটি বিশেষ উৎসব হিসেবে বাংলাদেশ ও ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসকারী বাঙ্গালীদের কাছে এক উৎসবমুখর পরিবেশে পালিত হয়। নববর্ষ বা পহেলা বৈশাখ এই শব্দগুলি বাংলা নতুন বছরের আগমনকে ইঙ্গিত করে। তবে লক্ষ্য করা যায় যে এই নববর্ষকে ঘিরে অতি উৎসাহী কিছু পথভ্রষ্ট ব্যক্তিবর্গ উৎসবের নামে অশালিন ও কুরুচিপুর্ণ কিছু কর্মকাণ্ডের মাধ্যমে এই আনন্দের দিনটিকে কলুষিত করে। যেটা ইসলাম ধর্ম ও সামাজিক দৃষ্টিকোণ থেকে চরম অন্যায় হিসেবে বিবেচনা করা হয়।
পরিশেষে – পহেলা বৈশাখ বাংলার জনগন তথা সমগ্র বাঙ্গালী জাতির কাছে একটি উৎসবের দিন হিসেবে পালনীয় তবে অবশ্যই এই দিনটি উদযাপিত হোক ইসলামে নির্দেশিত আনন্দ উৎসবের মধ্য দিয়ে ও তাকওয়ার অনুভূতি নিয়ে। সুতরাং সকল শালীনতা বজায় রেখে ও ধর্মীও নির্দেশনামতে আবর্তিত হোক আমাদের পহেলা বৈশাখের উৎসব।