দই শতাধিক কেন্দ্রে শতভাগ ভোট পড়া অস্বাভাবিক : সিইসি এম নুরুল হুদা

0
1

সমাজের কণ্ঠ  ডেস্ক :৩০ জুন, ২০১৯ –

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই শতাধিক কেন্দ্রে শতভাগ ভোট পড়ার ঘটনা স্বাভাবিক ছিল না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তবে গেজেট প্রকাশের পর এ নিয়ে কমিশনের কিছু করার নেই বলে মন্তব্য করেন তিনি।

আজ রবিবার রাজধানীর লালবাগ সরকারি মডেল স্কুল ও কলেজে ভোটার তালিকা হালনাগাদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নে তার এ মন্তব্য আসে।

সিইসি বলেন, ভোটের পরপরই ফল গেজেট আকারে প্রকাশ হয়ে যায়। গেজেট প্রকাশের পর ইসির কিছু করার থাকে না। তাই খতিয়ে দেখার সুযোগ নেই।

কিন্তু এখন কিছু করার বিষয়ে অপারগতা প্রকাশ করে তিনি বলেন, ভোটের পরই প্রিজাইডিং কর্মকর্তা কেন্দ্রভিত্তিক সব নিষ্পত্তি করেন। একীভূত ফল রিটার্নিং কর্মকর্তা আমাদের কাছে পাঠিয়ে দেন। তখন ওই বিষয়ে আমাদের কিছু জানায়নি। তাই এখন ইসির কিছু করার নাই।

সংশ্লিষ্টদের প্রশিক্ষণ কর্মশালায় সিইসি বলেন, ভোটে অনিয়ম দূর করতে এখন থেকে ইভিএমেই ভোট করা হবে।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক ফল সম্প্রতি প্রকাশ করেছে ইসি। তাতে দেখা গেছে, গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দুইশরও বেশি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here