দৈনিক সমাজের কন্ঠ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এর চিকিৎসার জন্য রক্ত প্রয়োজন

সমাজের কণ্ঠ  ডেস্ক : জুলাই, ২০১৯ –

সিএমএইচে চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের চিকিৎসার জন্য ‘বি পজেটিভ’ রক্ত প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রক্ত দিতে আগ্রহীদের সিএমএইচ-এ যোগাযোগ করতে বলা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার বিকেল ৪টা ১০ মিনিটে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। পরে জিএম কাদের জানান, এরশাদকে সিঙ্গাপুরে নেবার মতো অবস্থা নেই, তার অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে না।

গত ২২ জুন থেকে ৯০ বছর বয়সী এরশাদ সিএমএইচে চিকিৎসাধীন আছেন। তিনি হিমোগ্লোবিন স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতায় ভুগছেন।

আজ শুক্রবার সারাদেশে মসজিদ মন্দিরে তার রোগমুক্তির জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।