শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে বোমা হামলা মামলায় পলাতক ০৭ আসামির আত্মসমর্পণ

0
1

সমাজের কণ্ঠ  ডেস্ক:১৪ জুলাই, ২০১৯ ১৫:৪১

১৯৯৪ সালে পাবনার ঈশ্বরদীতে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার ট্রেনের কামরায় গুলি ও বোমা হামলার মামলায় সাজাপ্রাপ্ত পলাতক সাত আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন।

আজ রবিবার দুপুর পৌনে ১টার দিকে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের ভারপ্রাপ্ত বিচারক রুস্তম আলীর আদালতে তারা আত্মসমর্পণ করেন।

এ মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবনা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) আক্তারুজ্জামান মুক্তা বিষয়টি জানান।

জানা যায়, এ মামলায় ৫২ জন আসামির মধ্যে ৯ জনের মৃত্যুদণ্ড, ২৫ জনের যাবজ্জীবন এবং ১৩ জনকে ১০ বছরের কারাদণ্ড দেন আদালত। এদের মধ্যে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত, নয়জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও চারজন ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি পলাতক ছিলেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে আত্মসমর্পণ করেছেন- আমিনুল ইসলাম আমিন, রবি, মামুন, আবুল কালাম। ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে- হুমায়ূন কবির দুলাল, রনো রিয়াজী, চাঁদ আলী আত্মসমর্পণ করেছেন। এরা সবাই ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাকর্মী।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here