দৈনিক সমাজের কন্ঠ

নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত 

সমাজের কণ্ঠ  ডেস্ক  – ২৪ জুলাই, ২০১৯:

নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করে যাত্রীবাহী নৌযান চলাচল শুরুর সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। এ ঘোষণায় বিকেল সাড়ে ৪টা থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।

আজ বুধবার শ্রম অধিদপ্তরের বৈঠকে নৌযান শ্রমিকরা ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন। শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে সাংবাদিকদের জানান শ্রম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

তিনি বলেন, যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে প্রথমেই বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম যাত্রীবাহী নৌযানের ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন। পরে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ শুক্কুর মাহমুদ সব ধরনের নৌযান ধর্মঘট স্থগিত ঘোষণা করেন।

এর আগে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য দেশব্যাপী ধর্মঘটের ডাক দেন নৌযান শ্রমিকরা। বুধবার সকাল থেকে কোনো লঞ্চ সদরঘাট ছেড়ে যায়নি।