দৈনিক সমাজের কন্ঠ

প্রযুক্তিশিক্ষায় শিক্ষিত হলে সারাবিশ্ব হবে কর্মক্ষেত্র -পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

সমাজের কণ্ঠ  ডেস্ক   :২৭ জুলাই, ২০১৯ –

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, গুণগত শিক্ষা ও উন্নত প্রশক্ষিণের মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতে না পারলে দেশ উন্নয়নরে মহাসড়কে হোঁচট খাবে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করা না গেলে কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছানো কষ্টসাধ্য হয়ে পড়বে।

আজ শনিবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে সিলেট ১ আসনের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রযুক্তিশিক্ষায় শিক্ষিত হলে সারাবিশ্ব হবে কর্মক্ষেত্র। আমাদের খুব গুরুত্বপূর্ণ জনসম্পদকে জনশক্তিতে রূপান্তরিত করতে না পারলে তা দেশের জন্য ক্ষতিকর হিসেবে দেখা দিবে। গুণগত শিক্ষার বিষয়ে কোনো আপস করা যাবে না। এ জন্য সেই শিক্ষক নিয়োগ দিতে হবে যারা সত্যিকারের শিক্ষা প্রদান করতে পারবে।

ড. মোমেন বলেন, ছাত্র-ছাত্রীদের জ্ঞান পিপাসু হিসেবে গড়ে তুলতে হবে। দেশের ৪৯ শতাংশ জনগোষ্ঠীর বয়স ২৫ বছরের মধ্যে এবং ৭৪ ভাগ মানুষ কর্মক্ষম। এই বিশাল জনসম্পদকে কাজে লাগাতে হবে।

তিনি বলেন, সরকারি টাকার যাতে অপচয় না হয় তা দেখার দায়িত্ব সবার। তিনি সরকারের অভিষ্ঠ লক্ষ্য অর্জনে সবার সহযোগিতা কামনা করেন।

                                                             সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মাহামুদ-উল-হক বক্তৃতা করেন। এরপর তিনি সিলেট সদর উপজেলার মাধমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে গাছের চারা বিতরণ করেন।