দৈনিক সমাজের কন্ঠ

এডিস মশা এবং ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণ সরকার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে – স্থানীয় সরকার মন্ত্রী 

সমাজের কণ্ঠ  ডেস্ক  –  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, দুর্যোগ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় এবং মানবিক সহায়তাসহ যে কোনও প্রতিকূল পরিবেশে দেশের জনগণের নিরাপত্তায় সরকার আন্তরিকভাবে অঙ্গীকারবদ্ধ। ডেঙ্গু রোগ এবং বন্যায় আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার। এর মধ্যে এডিস মশা এবং ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণ সরকার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। আজ শনিবার কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির ৫২তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মন্ত্রী বেলেন, ঢাকায় ডেঙ্গু আক্রান্তের পরিমাণ কমিয়ে আনতে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও সংশ্লিষ্ট ব্যক্তিরা মশা নিধনে রাত-দিন কাজ করছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে দেশব্যাপী মশা নিধন সপ্তাহ চলছে। জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যন্ত মশা নিধনের এই কর্মসূচি পালন করা হচ্ছে। তিনি আরও বলেন, এডিস মশা এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে আমাদের জনসচেতনতা প্রয়োজন। বাথরুমের কমোডে জমে থাকা পানিতেও এডিস মশা জন্মায়। সে জায়গায় সিটি কর্পোরেশনের কাজ করার সুযোগ কম, তবে আপনার কাজ করার সুযোগ অনেক বেশি। আমরা মনে করি আমাদের জনগণ মানসিকভাবে সচেতন হলে এডিস মশা জন্মাবে না এবং ডেঙ্গু আক্রান্তের পরিমাণ কমে আসবে। বার্ডের মহাপরিচালক ড. এম. মিজানুর রহমানের সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কু, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, সম্মেলনের আহবায়ক ও বার্ডের পরিচালক মিলন কান্তি ভট্টাচার্য্য এবং বার্ডের পরিচালক (প্রশাসন) ড. মো. শফিকুল ইসলামসহ বার্ডের কর্মকর্তাবৃন্দ।