বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র স্থাপন একটি অনন্য উদাহরণ- তথ্যমন্ত্রী 

0
1

সমাজের কণ্ঠ  ডেস্ক  :২৯ জুলাই, ২০১৯ –

বেসরকারি নর্দান বিশ্ববিদ্যালয়ে (এনইউবি) স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র। জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানটি এ উদ্যোগ নিয়েছে। নতুন প্রজন্ম ও শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দেয়া, জাতির জনকের সম্পর্কে বিশদ জ্ঞান অর্জন এবং বাংলা ও বাঙালির আবহমান কালের ইতিহাস-ঐতিহ্যকে স্থায়ীভাবে ধরে রাখার লক্ষ্যে এ কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনক্রমে স্থাপিত ওই কেন্দ্র সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ কেন্দ্রের মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর বছরব্যাপী কর্মসূচি পালন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এনইউবি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, নর্দান বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র স্থাপন করা হয়েছে। যেটি অন্য বিশ্ববিদ্যালয়ের জন্য একটি অনন্য উদাহরণ। তিনি বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন এঁকেছিলেন বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলবেন। উন্নত জাতি গড়ার কারখানা হল বিশ্ববিদ্যালয়। মেধার সঙ্গে মূল্যবোধ ও দেশাত্ববোধের সমন্বয় ঘটিয়ে কাজ করে যেতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু মাত্র সাড়ে ৩ বছরের মাথায় যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠিত করেছিলেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয় তখন বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ৪ শতাংশ। বঙ্গবন্ধুকে হত্যার পর সেই অর্থনৈতিক গতি থেমে যায়। বিগত ৪০ বছরেও সেই রেকর্ড অতিক্রম করতে পারেনি। ২০১৬-১৭ অর্থবছরে শেখ হাসিনার সরকার প্রবৃদ্ধি ৭ দশমিক ৪ অতিক্রম করেছে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ বহু আগেই উন্নত জাতিতে (দেশে) পরিণত হতো। বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ অডিটোরিয়ামে আয়োজিত ওই অনুষ্ঠানে এনইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, খুলনার ভিসি অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী এবং এনইউবি ভিসি অধ্যাপক ড. আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. হুমায়ূন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোশাররফ এম হোসেন, রেজিস্ট্রার অধ্যাপক ড. কাজী শাহাদাৎ কবির প্রমুখ। বিএসআরএফ নেতাদের সঙ্গে তথ্যমন্ত্রী: নবম ওয়েজবোর্ড রোয়েদাদ বাস্তবায়নের আগে অকারণে সাংবাদিকদের ছাঁটাই না করার জন্য বিভিন্ন গণমাধ্যম কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) কার্যনির্বাহী কমিটির নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী এ অনুরোধ জানান। সোমবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ মতবিনিময় অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, তথ্য সচিব আবদুল মালেক, প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার, বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাস, সাধারণ সম্পাদক শামীম আহমেদসহ কার্যনির্বাহী কমিটির নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here