সমাজের কন্ঠ ডেস্ক – ভ্রমণ বাতিল, রাতেই দেশে ফিরছেন স্বাস্থ্যমন্ত্রী। ঢাকাসহ সারা দেশে ডেঙ্গু এখন ভয়ঙ্কর আকার ধারণ করায় স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তাদের ঈদের ছুটিও বাতিল করেছে সরকার। অপরদিকে দেশে নেই স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সপরিবারে মালয়েশিয়া সফরে গেছেন মন্ত্রী।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় আজ রাতেই দেশে ফিরছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সফর সংক্ষিপ্ত করে রাতে দেশে ফিরবেন তিনি। বৃহস্পতিবার (১ আগস্ট) দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সংবাদ ব্রিফিং করবেন তিনি।
বুধবার (৩১ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ জানাতেই মন্ত্রির এই সংবাদ ব্রিফিং।
দেশজুড়ে ডেঙ্গু নিয়ে ভয়ানক পরিস্থিতির মধ্যেই ব্যক্তিগত ভ্রমণে মালয়েশিয়ায় যান স্বাস্থ্যমন্ত্রী। সেখান থেকে ৪ আগস্ট দেশে ফেরার কথা ছিল। কিন্তু গত কয়েকদিন এ নিয়ে বিভিন্ন মহলে তীব্র সমালোচনা হওয়ায় ভ্রমণ সংক্ষিপ্ত করে বুধবার (৩১ জুলাই) রাতেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন মন্ত্রী।
এর আগে, মঙ্গলবার (৩০ জুলাই) ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যমন্ত্রীর অনুপস্থিতে স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তাদের ছুটি বাতিলের সিদ্ধান্ত নেয় মন্ত্রিপরিষদ বিভাগ।