দৈনিক সমাজের কন্ঠ

সরকারের পর্যাপ্ত ত্রাণ রয়েছে – দুর্যোগ ব্যবস্থাপনা ও  ত্রাণ প্রতিমন্ত্রী

সমাজের কণ্ঠ  ডেস্ক  : ১ আগস্ট, ২০১৯ – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, সরকারের পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা রয়েছে। কেউ যেন ত্রাণবঞ্চিত না হন। তিনি স্থানীয় প্রশাসনের কাছ থেকে খোঁজখবর নেন দুর্গত মানুষ ত্রাণ সঠিকভাবে পাচ্ছেন কি-না। প্রধানমন্ত্রীর নির্দেশনা; কোনো মানুষ যেন খাবারের অভাবে কষ্ট না পায়। তিনি মুন্সীগঞ্জের নদীভাঙন ও বন্যার সর্বশেষ পরিস্থিতির খোঁজখবরও করেন।

তিনি আজ বৃহস্পতিবার মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে এসব কথা বলেন। এ সময় জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার ও লৌহজংযের ইউএনও কাবিরুল ইসলাম খান তাঁকে অভ্যর্থনা জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন, পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল প্রমুখ।