সমাজের কণ্ঠ ডেস্ক : ১৮ আগস্ট, ২০১৯ –
চর্তুথ দক্ষিণ এশিয় স্পিকার সম্মেলনে যোড় দিতে মালদ্বীপে যাবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এবং মালদ্বীপ পার্লামেন্টের যৌথ উদ্যোগে আগামী পহেলা ও দুই সেপ্টেম্বর মালদ্বীপের রাজধানী মালেগে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদের ইন্টার পার্লামেন্টারি এফেয়ার্স এন্ড সিকিউরিটি শাখা সূত্র জানিয়েছে, দুই দিনের ওই সম্মেলনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর স্পিকার ও ডেপুটি স্পিকাররা অংশ নিবেন। সেখানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন অগ্রগতির বিষয়ে আলোচনা হবে। সম্মেলনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তারা অংশ নিবেন ।