স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার পরেই ক্রিকেটপাড়ায় বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গোর বরখাস্ত হওয়ার জোর গুঞ্জন। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ ব্যাপারে স্পষ্ট করে কখনোই কিছু বলেনি। কারণ ডমিঙ্গোর সঙ্গে চুক্তির ফাঁদে ফেসেছিল দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা। তবে এবার জানা গেল, ডমিঙ্গোকে বরখাস্ত করার সকল বন্দবাস্ত করে ফেলেছে বিসিবি।
চুক্তি অনুযায়ী ১ ডিসেম্বর থেকে বিসিবির সঙ্গে ডমিঙ্গোর দুই বছরের চুক্তি কার্যকর হয়ে যাওয়ার কথা ছিল। ১ ডিসেম্বরের পর ডমিঙ্গোকে কোনো কারণে বরখাস্ত করলে অন্তত এক বছরের পুরো টাকা (বেতন) তাকে দিতে হতো। কিন্তু ডমিঙ্গোর সঙ্গে বিসিবির চুক্তির ১৮.১ ধারা অনুযায়ী, ৩০ নভেম্বরের মাঝে বিসিবি তাকে যখন তখন টার্মিনেট করার ক্ষমতা রাখে এবং শুধুমাত্র সেক্ষেত্রে তাকে মাত্র তিন মাসের বেতন দিলেই চলবে!