দৈনিক সমাজের কন্ঠ

নেট বলার ‘হেরাথ’ এখন স্পিন কোচ। উপেক্ষিত দেশসেরা স্পিনার রফিকঃ বিসিবি’র উদ্দেশ্য কি?

স্পোর্টস ডেস্কঃ ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছে বাংলাদেশের সর্বকালের সেরা বা-হাতি স্পিনার ও পিঞ্চহিটার মোহাম্মাদ রফিক। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর থেকে আজ পর্যন্ত ক্রিকেট বোর্ড থেকে এখন পর্যন্ত কোন ডাক পাননি মোঃ রফিক। তিনি আক্ষেপের সুরে বলেন, আসলে বিসিবি চাই কি?  বর্তমানে বাংলাদেশের স্পিন কোচ হলো হেরাথ,  আমি যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলতাম তখন এই হেরাথ  নেট বোলার হিসেবে আমার কাছে আসতো টিপস নেওয়ার জন্য পরামর্শ নেওয়ার জন, এবং ওদের দেশে খেলতে গেলে ফ্রী সময় থাকলে মুরালি তার একাডেমিতে আমাকে নিয়ে যেত তার ছাত্রদের পরামর্শ দেওয়ার জন্য,  আপনাদের বিশ্বাস না হলে ওদের ডেকে জিজ্ঞেস করে দেখেন!

অথচ সেই হেরাথ আজ আমার দেশের স্পিন কোচ, বিসিবি কি চায় আমি জানি না, ওদের কথা নতুন করে কি আর বলবো, এভাবেই হাসি মুখে  নিজের দুঃখের কথা প্রকাশ করলেন, বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি সুপার স্টার স্পিন বোলার  মোহাম্মদ রফিক ।