আল আমিন জনি (ঢাকা) – বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জার্সি উন্মোচন করা হয়েছে।
আজ সোমবার (২৯শে এপ্রিল) হোম অব ক্রিকেট মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জার্সি উন্মোচন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি জনাব নাজমুল হাসান পাপন। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার হাতে জার্সি তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি উন্মোচন করেন তিনি।
এবারই প্রথম বাংলাদেশ দলের বিশ্বকাপ জার্সি আনুষ্ঠানিকভাবে বাজারজাত করা হবে। ইতোমধ্যে দামও নির্ধারন করা হয়েছে (১১৫০ টাকা)।
গত বিশ্বকাপে বাংলাদেশের জার্সিতে বেশি প্রাধান্য দেওয়া হয়েছিলো সবুজ রঙকে।এবার দুটি ভিন্ন জার্সি তৈরি করা হয়েছে, যার একটি সবুজ এবং অন্যটি লাল রঙের। অনেকটা ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সির মতই থাকছে টাইগারদের এবারের জার্সি।
উল্লেখ্য যে আগামী ৩০শে মে,২০১৯ইং ইংল্যান্ডে শুরু হবে বিশ্বকাপের আসর।