দৈনিক সমাজের কন্ঠ

ক্রিকেটঃ মিরপুরে বাংলাদেশের লেজের ঝাপটায় কুপোকাত ভারত

স্পোর্টস ডেস্কঃ মিরাজের ঝাপটায় ভারত কুপোকাত। আজ মিরপুর স্টেডিয়ামে ভারত ১৮৬ রানের লক্ষ্য দেয় বাংলাদেশকে। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলে ওপেনার শান্তর বিদায়ে ভারত জানান দিয়েছিল তারাও তেড়েফুঁড়েই আসবে।

যদিও বিজয়কে নিয়ে অধিনায়ক লিটনের জুটি স্বপ্ন দেখালেও সেই আশা দীর্ঘস্থায়ী হয়নি। এরপর লিটন ও সাকিব জুটিতে আবারও আশায় দানাবাঁধে। তবে সেখানেও স্বপ্ন ভঙ্গ হয়।

এরপর মাহমুদুল্লাহ ও মুশফিকের জুটিতে আবারও আশায় বুক বাঁধে মিরপুর স্টেডিয়াম থেকে টিভির সামনে বসে থাকা দেশের মানুষ। কিন্তু এখানেও একই ঘটনার পুনরাবৃত্তি।

এদিন রোহিতের দল একটু একটু করে ব্যবধান গড়ে তুললেও শেষ পর্যন্ত বাংলাদেশের লোয়ার অর্ডারের কাছে হেরে যায় এক উইকেটে। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো বাংলাদেশ।

১৮৬ রান তাড়া করতে গিয়ে লিটন দাস ৪১ ও সাকিব আল হাসানের ২৯ ছাড়া টপ অর্ডারের কেউ উল্লেখযোগ্য কোনো রান কেউই সংগ্রহ করতে পারেননি।

 

তবে কে জানতো শেষ চমকটি অপেক্ষার করছিল বাংলাদেশের লোয়ার অর্ডারে! ডানহাতি অলরাউন্ডার মেহেদী মিরাজ ও কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেন। তাদের ৫০ রানের জুটির ওপর ভর করেই আসে এ জয়।

ভারতীয় বোলারদের মধ্যে মোহাম্মদ সিরাজ তিনটি, ওয়াসিংটন সুন্দর, কুলদীপ সেন দুটি করে এবং দীপক চাহার ও শার্দুল ঠাকুর একটি করে উইকেট নেন।