বেনাপোলে বন্দর শ্রমিকদের ওপর হামলার ঘটনায় মামলা-আসামি ৩২ জন

0
0
শার্শা(বেনাপোল)প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিকদের ওপর হামলার ঘটনায় ৩২ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) রাতে বেনাপোল হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের গ্রুপ সরদার (৯২৫) আবুল কালাম বাদী হয়ে বেনাপোল বন্দর থানায় এ মামলা করেন।
বেনাপোল বন্দর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসাই) শাহিনুর রহমান শাহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলারয় বেনাপোল পৌরসভার কাউন্সিলর রাশেদ আলী (৪০) কে প্রধান আসামি করা হয়েছে। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত সোমবার (২৮ অক্টোবর) সকালে বেনাপোল ছোট আঁচড়া বাইপাস রোডে বন্দর শ্রমিক আমদানিকৃত পাথর লোড-আনলোড করছিল।
এসময় পৌর কাউন্সিলর রাশেদের নের্তৃত্বে একদল সন্ত্রাসী কর্মরত ওই শ্রমিকদের ওপর হামলা চালায়। এতে আট শ্রমিক আহত হয়। এসময় শ্রমিকদের ব্যবহারিত চারটি মোটরসাইকেলও ভাংচুর করা হয়। প্রভাব বিস্তার করতে একটি পক্ষ বেনাপোল বাজার ও তালশারি মোড়ে তিনটি শক্তিশালী বোমার বিষ্ফোরণ ঘটায় বলেও জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here