দৈনিক সমাজের কন্ঠ

বেনাপোল সীমান্তে ৪৯ টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ২ কোটি টাকা মূল্যের ৪৯ টি স্বর্ণেরবারসহ মোমিন (৫০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সদস্যরা ।
বিজিবি সুত্রে জানা যায়,যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ দল গোপন সংবাদে জানতে পারে একজন স্বর্ণ পাচারকারী স্বর্ণের বার পাচারের উদ্দেশ্যে বহন করবে। সাদিপুর এলাকায় পূর্ব থেকেই ব্যাটালিয়ন ভারপ্রাপ্ত অধিনায়কের নির্দেশনা মোতাবেক অদ্য ৩১ অক্টোবর সকাল ৬ ঘটিকা হতে নায়েক মোঃ নাসির উদ্দিন এর নেতৃত্বে একটি অভিযান শুরু করে।
উক্ত অভিযান চলাকালীন ৬.৫০ ঘটিকায় বিজিবি’র বিশেষ দলটি একজন সন্দেহভাজন ব্যক্তিকে বাই সাইকেলযোগে সীমান্তের দিকে যাওয়ার প্রাক্কালে বেনাপোল পোর্ট থানা সাদিপুর বেলতলা মোড় পাকা রাস্তার উপর হতে আটক করে। পরে তাকে তল্লাশী করে তার পরিহিত লুঙ্গির সাথে কোমড়ে পেচানো অবস্থায় রাখা ৩ কেজি ৮শ’ ২০ গ্রাম (৪৯ টি স্বর্ণের বার) উদ্ধার করা হয়।
আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য ১,৯১,০০,০০০/- (এক কোটি একানব্বই লক্ষ) টাকা। আটককৃত আসামী  মোমিন চৌধুরী বেনাপোল পোর্ট থানার সাদিপুর এলাকার মৃত হাসু চৌধুরীর ছেলে।
উল্লেখ্য যে,আটককৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, উক্ত স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। উদ্ধারকৃত স্বর্ণের বার ও আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।