দৈনিক সমাজের কন্ঠ

বেনাপোলে বিজিবির পৃথক অভিযানে ফেনসিডিল,ডলার, রুপিসহ আটক ২

নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ফেন্সিডিল,ইউএস ডলার,ভারতীয় রুপিসহ দুই জন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সোমবার (৪ নভেম্বর) দুপুরে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে তাকে আটক করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পেরে, বেনাপোল ভবেরবেড় গ্রামে অভিযান চালিয়ে ১৭০ বোতল ফেনসিডিলসহ মিন্টু নামে এক মাদক বব্যবসায়ীকে আটক করা হয়।
আটক মিন্টু বেনাপোল পোর্ট থানাধীন কাগমারী গ্রামের আকুব্বারের ছেলে।
৪ ৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম জানান, আটক আসামির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।
     অপরদিকে, যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালি চেকপোস্ট থেকে ২০ হাজার ইউএস ডলার ও ২,২৪০ ভারতীয় রুপিসহ নারায়ণ (৩৬) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আটক নারায়ণ মুন্সিগঞ্জ জেলার সিরাজদী খান থানার বরুইহাজী গ্রামের বিজয়ের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, বেনাপোল আমড়াখালী চেকপোস্ট এলাকা থেকে তাকে ২০ হাজার ইউএস ডলার ও ২,২৪০ ভারতীয় রুপিসহ আটক করা হয়।
বেনাপোল বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল ওহাব জানান, আটক আসামির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।