নাজিম উদ্দীন জনি,শার্শা(যশোর)প্রতিনিধিঃ বেনাপোল সীমান্ত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় রিমা বেগম (২৫) ও শিপালী খাতুন (৪৫) নামে দুই বাংলাদেশি নারীকে আটক করেছে ২১ বিজিবি দৌলতপুর ক্যাম্পের সদস্যরা। তবে এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
শুক্রবার (১২ জুলাই) বিকালে বেনাপোল দৌলতপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটক রিমা বেগম বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার তেতুল বাজার এলাকার ফুরকান আলীর স্ত্রী ও শিপালী বেগম একই থানার সাতঘরিয়া গ্রামের কামাল হোসেনের স্ত্রী।
২১ বিজিবি ব্যাটেলিয়ানের দৌলতপুর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মুজিবুল হক জানান, গোপন সংবাদে জানা যায়, অবৈধ ভাবে ভারত থেকে দুই নারী বাংলাদেশে প্রবেশ করছে। এমন খবরে দৌলতপুর বিজিবি ক্যাম্পের একটি টহল দল সীমান্তের দৌলতপুর মাঠে অভিযান চালিয়ে দুই বাংলাদেশি নারীকে আটক করেন।
আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।