দৈনিক সমাজের কন্ঠ

বেনাপোল সীমান্ত থেকে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার

নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ৷

সোমবার(১৮ ই নভেম্বর) সন্ধ্যায় বেনাপোলের ভবারবেড় প্রাইমারি স্কুলের সামনে থেকে ফেনসিডিল এ চালানটি আটক করা হয়া।তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়,ভবের বেড় প্রাইমারি স্কুলের সামনে দিয়ে ফেনসিডিলের একটি চালান যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার এএসআই আলমগীর হোসেন অভিযান চালায় এবং তাকে দেখে মাদক ব্যবসায়ীরা ফেনসিডিল ফেলে পালিয়ে যায়,সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়।

বেনাপোল পোর্ট থানার সেকেন্ড অফিসার এসআই পিন্টু লাল দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন ভবারবেড় প্রাইমারি স্কুলের সামনে অভিযান চালিয়ে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়৷ পলাতক আসামিদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।