দৈনিক সমাজের কন্ঠ

লবণ গুজবে শার্শার বাগআঁচড়া  বাজারে লবণ কেনার হিড়িক

নাজিমউদ্দীনজনি,শার্শা(বেনাপোল) প্রতিনিধি : এবার লবন গুজবে হঠাৎ করেই যশোরের শার্শার বাগআঁচড়া বাজারের বিভিন্ন মুদি দোকান ও কাঁচা বাজারে লবন কেনার হিড়িক পড়েছে।

আজ মঙ্গলবার সন্ধার পর থেকে মুদি দোকানসহ খোলা লবন বিক্রির খুচরা দোকানগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে।

বাজারের ব্যবসায়ীরা জানান, ঢাকায় লবনের দাম কেজি প্রতি দেড়শ থেকে দুইশ টাকায় বিক্রি হচ্ছে-এমন গুজবে ক্রেতারা হুমড়ি খেয়ে লবন কিনতে শুরু করে। সকাল থেকে গুজব ছড়ালেও দুপুরে পর বিকাল থেকে তা মহামারী আকারে ছড়িয়ে পড়ে। ফলে ক্রেতাদের সামাল দিতে দোকানীদের বেগ পেতে হচ্ছে। উপচে পড়া ক্রেতাদের ভিড়ে অধিকাংশ দোকানের লবন প্রায় শেষ পর্যায়ে।

অভিযোগ রয়েছে, কিছু কিছু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার লোভে লবন বিক্রি বন্ধ রাখায়, গুজব আরো ছড়িয়ে পরেছে। অনেকে আবার দূর দূরান্ত থেকে এসে লবন কিনছেন।

ক্রেতারা বলছে ইতিমধ্যে বাজারে কেজিপ্রতি লবণের দাম পাঁচ টাকা বৃদ্ধি পেয়েছে। তবে বিক্রেতারা বলছেন পূর্ব নির্ধারিত মূল্যে তারা লবণ বিক্রি করছেন।

তবে এ গুজবে কান না দিতে এবং বিভ্রান্ত না হতে সকলকে অনুরোধ জানিয়েন।