নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধি:যশোরের শার্শা উপজেলার গাতীপাড়া সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ২ কেজি ওজনের ১৮ পিস সোনারবার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)’র সদস্যরা।
রবিবার(১৫ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে গাতিপাড়া সীমান্ত থেকে এ সোনার চালান টি উদ্ধার করা হয় । তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বিজিবি জানায়,গোপন সংবাদে জানাযায়,ভারতে স্বর্ণ পাচার করার জন্য পাচারকারীরা স্বর্ণ নিয়ে সীমান্তে অপেক্ষা করছে।এমন খবরে সে খানে অভিযান চালাই বিজিবির একটি টহল দল। বিজিবির উপস্থিতি টের পেয়ে স্বর্গ রেখে পাচারকারীররা পালিয়ে যায়।
৪ ৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার আবদুল ওহাব ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান,স্বর্ন পাচার কারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যায় ।