বেনাপোলে ভ্রাম্যমান আদালতের অভিযান,৪ টি প্রতিষ্ঠানকে সত্তর হাজার টাকা জরিমানা

0
0
নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল বাজারে অবস্থিত বিভিন্ন আবাসিক হোটেল,ফার্মেসী,মুদি দোকান ও কসমেটিক্স দোকানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৭০,০০০/-(সত্তর হাজার)টাকা জরিমানা আদায় করেছে।
সোমবার(১৩ জানুয়ারি) এ অভিযান পরিচালিত হয়।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খোরশেদ আলম চৌধুরী।
আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট বলেন বিভিন্ন মারফতে জানাযায়,বেনাপোলে অবস্থিত বিভিন্ন আবাসিক হোটেল, ফার্মেসি এবং মুদি দোকানে বৈধ্য কগজ পত্র নাই,লাইসেন্স নাই ঔষধ এর মেয়াদ নাই তার পর ও বিক্রি করে সাধারণ জনগণকে ঠকানো হচ্ছে।এমন সংবাদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায়, আবাসিক হোটেল, ফার্মেসি ও মুদির দোকান এবং কসমেটিক দোকান লাইসেন্স ও বৈধ কাগজপত্রবিহীন, মেয়াদোত্তীর্ণ ঔষধ এবং মূল্য তালিকা প্রদর্শন না করে ব্যবসা পরিচালনা করা করছে। উপর্যুক্ত অপরাধের কারণে ভোক্তা অধিকার সংরকণ আইন, ২০০৯ ও বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ  আাইন, ২০১৪  অনুযায়ী জরিমানা করা হয়।
অর্থদন্ড প্রদানকারী প্রতিষ্ঠানগুলো হলো,চৌধুরী আবাসিক হোটেলকে ২০০০০/-(বিশ) হাজার,  সরদার মেডিকেল হলকে ৩০০০০/-(ত্রিশ) হাজার, বিপ্লব স্টোরকে ১০০০০(দশ) হাজার, নবাব স্টোরকে ১০০০০/-(দশ) হাজার টাকাসহ মোট ৭০০০০/-(সত্তর) হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদলত পরিচালনাকারী ম্যাজিষ্টেট আরো বলেন, উক্ত ফার্মেসি, মুদির দোকান ও আবাসিক হোটেল গুলোকে আগামী ১মাসের মধ্যে লাইসেন্স ও অন্যান্য  কাগজপত্র ঠিক করে নেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।
অবৈধভাবে পরিচালিত হোটেল ও ফার্মেসিগুলোর উপর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here