বেনাপোল পাটবাড়ি আশ্রম পরিদর্শন করলেন  বিচারপতি কৃষ্ণা দেবনাথ

0
0
নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ তিন শতাব্দী দেখা পৃথিবীর সবথেকে বয়স্ক মানুষের সাথে যশোরের বেনাপোল পাটবাড়ি শ্রী শ্রী হরিদাস ঠাকুরের আশ্রমে ছুটে  আসেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি শ্রীমতি কৃষ্ণা দেবনাথ। এবং তিনি আশ্রমের সকল নিদর্শণ পরিদর্শণ করেন।
আরো তিনি ভারত থেকে আসা শিবানন্দ বাবাজী গুরু মহাশয়ের সাথে সাক্ষাত করেন।
এ সময় যশোর জেলা পরিষদের পক্ষ থেকে বিচারপতির সাথে ছিলেন শার্শা উপজেলা নির্বাহি অফিসার পুলক কুমার মন্ডল।
বিচারপতি কৃষ্ণা দেবনাথ পাটবাড়ি আশ্রমে প্রবেশ করলে তাকে ফুলেল শুভেচ্ছা  জানান, আশ্রমের সভাপতি শ্রী তাপস বিশ্বাস, যুগ্ম সাধারন সম্পাদক সুকুমার দেবনাথ, আশ্রম কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য শ্রী গৌতম রায়, উজ্জল বিশ্বাস, বাবুলাল বিশ্বাস, শ্যামল দাস, শেখরদাস, সুমন দেবনাথ। বিচারপতি কৃষ্ণা দেবনাথের এই সংক্ষিপ্ত সফর অনুষ্টানের সংক্ষিপ্ত সমাবেশে  আরো উপস্থিত ছিলেন আশ্রম কমিটির সাংগঠনিক সম্পাদক জয়দেব সিংহ, ধর্ম বিষয়ক সম্পাদক নির্মল হাজরা, যুব পরিষদের তন্ময় দেবনাথ অনু প্রমুখ।
এ সময় তিনি আশ্রমের সকল স্থাপনা ঘুরে দেখে সংক্ষিপ্ত সমাবেশে বলেন, এরকম একটি আশ্রম যশোর জেলার সীমান্তে বেনাপোল আছে এটা জানা ছিল না। তিনি ঠাকুরের মিউজিয়ম দেখে উচ্ছাস প্রকাশ করে বলেন আমি প্রান ভরে আজকের সকালটি উপভোগ করলাম। তিনি এই আশ্রমের শ্রী বৃদ্ধি করতে তার সাধ্যমত কাজ করার জন্য ও অঙ্গীকার করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here