দৈনিক সমাজের কন্ঠ

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে বেনাপোলে বর্ণাঢ্য শোভাযাত্রা

নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল কাস্টম হাউস থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় বেনাপোল কাস্টম হাউসে শোভাযাত্রা উদ্বোধন করেন শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এমপি।
এবার কাস্টম দিবসের প্রতিপাদ্য বিষয় ‘কাস্টমস পোস্টারিং সাসটেইনেবিলিটি ফর পিপল, প্রসপারেটি অ্যান্ড দ্য প্ল্যানেট।’
শোভাযাত্রাটি বেনাপোল পৌর শহরের প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে বেনাপোল কাস্টমস হাউসে এসে শেষ হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক কাস্টম দিবস উদযাপন যশোর-বেনাপোল আঞ্চলিক কমিটির আহ্বায়ক ও ভ্যাট কমিশনার মোহাম্মদ মোহাম্মদ জাকির হোসেন, বেনাপোল কাস্টম হাউস কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী, অতিরিক্ত কমিশনার ড. মো. নেয়ামুল ইসলাম, নাভারণ সার্কেল এসপি জুয়েল ইমরান, শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন সহ প্রমুখ।
শোভাযাত্রায় অংশ নেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিভিন্ন উইংয়ের অংশীজন, কাস্টম হাউসের শুল্ক মূল্যায়ন, আপিল কমিশন, আয়কর, শুল্ক গোয়েন্দা, ভ্যাট কমিশনারেট, কাস্টম হাউস, সিঅ্যান্ডএফ এজেন্টস মালিক এসোসিয়েশন ও কর্মচারী ইউনিয়ন শোভাযাত্রায় অংশ নেন।
দুপুরে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোর-১ এর সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর আপীল ও অব্যাহতি ) মো. মেফতাহ উদ্দিন খান, যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ জাকির হোসেন, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা, ও বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন।