দৈনিক সমাজের কন্ঠ

শার্শায় মিশ্র চাষ ব্যবস্থাপনা ও দেশীয় প্রজাতির মাছ চাষে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ যশোরের শার্শায় উন্নত পদ্ধতিতে রুই জাতীয় মাছের মিশ্র চাষ ব্যবস্থাপনা ও দেশীয় প্রজাতির মাছ চাষে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক চাষী /সুফলভোগী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৭ জানুয়ারি) শার্শা উপজেলা অডোটেরিামে দিন ব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়।
 উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে এ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা মৎস কর্মকর্তা আনিছুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, উপজেলা মৎস কর্মকর্তা আবুল হাসান, সহকারী মৎস কর্মকর্তা জাকির হোসেন প্রমুখ।
কর্মশালা টি অনুষ্ঠিত হয়েছে জায়কা’র সৌজন্যে।