ভারতে ৩ বছর কারাভোগের পর বেনাপোল দিয়ে দেশে ফিরলো এক যুবতী

0
0

নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ ভারতে ৩ বছর কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরলো আমেনা খাতুন (১৯) নামে বাংলাদেশী এক যুবতী।

বুধবার সন্ধ্যা ৭টার সময় তাকে বাংলাদেশ পুলিশের কাছে তাকে হস্তান্তর করে ভারত।

জানা যায়, গত ২০১৮ সালে টুরিষ্ট ভিসা নিয়ে সে ভারতে প্রবেশ করে। তার ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সে ভারতে বসবাস করছিল। পরে পুলিশ তাকে আটক করে জেল হাজতে প্রেরন করে। পরে জেল থেকে শোলপুর উজালা হোমে তাকে রাখা হয়। পরে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে ভারতীয় ইমিগ্রেশনের পুলিশ তাকে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। আমেনা খাতুন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বাসিন্দা ।
বেনাপোল ইমিগ্রেশনের ওসি তদন্ত মাসুম বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here