দৈনিক সমাজের কন্ঠ

বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ২০৮বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ বেনাপোলে সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ২০৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে  পুলিশ।
শনিবার(১৫ ফেব্রুয়ারী)ভোর রাতে বেনাপোল সীমান্তের দৌলত পুর গ্রামের মাঠের মধ্য থেকে এ ফেন্সিডিলের চালানটি উদ্ধার করে পোর্ট থানা পুলিশ।
বেনাপোল পোর্ট থানার এসআ ই পিন্টু লাল দাস জানান,  গোপন সংবাদের ভিত্তিতে এ এসআই আলমগীর হোসেন সহ সংগীয় ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মাঠে অভিযান চালালে মাদক বহনকারীরা পুলিশের উপস্থিত টের পেয়ে একটি বস্তা ফেলে পালিয়ে যায়।
এসময় পরিত্যক্ত অবস্থায় প্লাস্টিকের বস্তা থেকে ২০৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বিষয়টি নিশ্চিত করে জানান,এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মাদক আইনে হয়েছে এবং পলাতক আসামিদের আটক করার জন্য অভিযান চলছে।