বেনাপোলে মানব পাচার মামলার আসামী ‘পয়সা খালা’ আটক

0
1

নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধি :।। যশোরের বেনাপোল পোর্ট থানায় দায়ের করা পাচার মামলার আসামি রাশিদা খাতুন ওরফে পয়সা খালাকে (৫০) আটক করেছে পুলিশ ব্যুরো ইনভেন্টিগেশন (পিবিআই) এর সদস্যরা।

সে বেনাপোলের ভবেরবেড় গ্রামের আব্দুল মজিদের স্ত্রী।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকালে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) এর সদস্যরা সাদিপুর থেকে তাকে আটক করেন।

আটকের ব্যাপারে জানতে চাইলে ( পিবিআই)এসআই জিয়াউর রহমান জানান,  সাদিপুর পশ্চিমপাড়ার খোকন বিশ্বাসের বাড়ির সামনে মুদি দোকানের সামনে থেকে আসামি পয়সা খালাকে আটক করা হয়। তিনি একটি পাচার মামলার আসামি। গত ২৪ জুন তার বিরুদ্ধে ৬জনকে ভারতে পাচার করার অভিযোগে মামলা হয়।

আগের রাতে তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার আলীশারকুর গ্রামের সুমন মিয়া (১৮), গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের সোনা মিয়া (৩৫), পটুয়াখালীর মীর্জাপুর উপজেলার কাঁঠালতলী গ্রামের সাথী বেগম (১৭), সোনিয়া পারভীন (১৬), বাউফল উপজেলার বড়ডালিমা গ্রামের সীমা বেগম (৪০) এবং দশমিয়া উপজেলার বড়গোপালদী গ্রামের গোলাপী সরকার (৪০) ভারতীয় সীমান্ত পথ দিয়ে অবৈধভাবে পাচার করে বলে এজাহারে উল্লেখ করা হয়। এ ঘটনায় পয়সা খালাসহ চারজনের নামে একটি মামলা হয়।

আটকের পর আসামীকে থানায় প্রেরন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here