নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ বেনাপোল চেকপোষ্ট কাস্টমস তল্লাশি কেন্দ্র থেকে বিপুল পরিমান ভারতীয় গার্মেন্টস পণ্য সামগ্রী জব্দ করেছে কাস্টমস সদস্যরা।
বুধবার (৪ মার্চ) দুপুরে এ পণ্য চালানটি জব্দ করা হয়।
কাস্টমস সূত্রে জানা যায়, একজন বাংলাদেশি পাসপোর্ট যাত্রী ভারত ভ্রমন শেষে শুল্ক ফাঁকি দিয়ে বিপুল পরিমান ভারতীয় গার্মেন্টস আইটেমের পণ্য সামগ্রী নিয়ে বেনাপোল চেকপোস্ট কাস্টমসে অবস্থান করছে। এমন গোপন খবরে কাস্টমস তল্লাশি কেন্দ্রে যাত্রীদের নজরদারিতে রাখা হয়। এমন সময় সন্দেহ ভাজন এক যাত্রীর ল্যাগেজ তল্লাশি করে তার ভিতরে
১৮০ পিচ ওয়ান পিচ, ২৫ পিচ পাঞ্জাবী, ২২ পিচ থ্রি-পিচ, ২৪ পিচ টুপিচ, ১০ পিচ নাইটি, ৩ পিচ শাড়ি, ৫ পিচ প্যান্ট পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস সুপার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত পণ্য সামগ্রী বেনাপোল কাস্টমস শুল্ক গুদামে জমা করা হয়েছে।