দৈনিক সমাজের কন্ঠ

বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

নাজিমুদ্দিন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৪৯ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি হিরো মোটরসাইকেলসহ গোলাম কাওছার (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (৩ আগষ্ট) সকাল সাড়ে ১০ টার সময় বেনাপোল পুটখালী সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক কাওছার যশোর জেলার গুরুদাস বাবুলেন  (পোষ্ট অফিস পাড়া) এলাকার মৃতঃ গোলাম রসুলের ছেলে।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের বটতলা পোষ্টের সামনে পাকা রাস্তার উপর থেকে কাওছারকে আটক করা হয়। এসময় তার ব্যবহারিত হিরো মোটরসাইকেলের সীট কভারের ভিতরে অভিনব কায়দায় লুকানো ৪৯ বোতল  ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটক আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।