দৈনিক সমাজের কন্ঠ

বেনাপোলে ভ্রাম্যমান আদালতের নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দ ও ২ ব্যবসায়ীকে জরিমানা

নাজিমুদ্দিন জনি – বেনাপোলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী রাখায় দু’দোকানী কে জরিমানা সহ বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দ করে আগুণে পুড়িয়ে দিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার পূলক কুমার মন্ডল এর নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার দুপুরে(২৩ মে) ভ্রাম্যমান আদালতটি বেনাপোল বাজারের বাহদুরপুর মোড়ে রাজ বেকারীর মিষ্টিতে মাছি এবং কবির ট্রেডার্সে মানুষের খাদ্যের পাশাপাশি পশুর খাদ্য মিলে থাকায় রাজ বেকারীকে এক হাজার টাকা এবং কবির ট্রেডার্সকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এসময় দু’দোকান থেকে বিপুল পরিমাণের নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দ করে শত মানুষের ভিড়ে আগুণে পুড়িয়ে দিলেন।

এব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনা কারি ম্যাজিস্ট্রেট(ইউএনও) পুলক কুমার মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দুপুরে উপজেলার বেনাপোল বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ ও পণ্যের পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর উপর বিভিন্ন দোকানে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা করা হয়েছে। ব্যবসায়ীরা সংশোধন না হওয়া পর্যন্ত ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন পোর্ট থানা পুলিশ ও উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারি ।