দৈনিক সমাজের কন্ঠ

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচার হওয়া ৭ নারী ও শিশুকে ফেরত দিলো ভারত

নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধি : ভাল কাজের প্রলভনে পড়ে পাচারের শিকার সাত বাংলাদেশি নারী ও শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত পাঠিয়েছে ভারত সরকার।

মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ সদস্যরা তাদেরকে যৌথভাবে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ও বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করেন।

রাইটস যশোর নামে একটি এনজিও সংস্থা তাদেরকে পরিবারের কাছে পৌঁছে দিতে এ সাত জনকে নিজেদের জিম্মায় নিয়েছেন বলে পুলিশ জানায়।

ভারতে পাচারের শিকার ঢাকার রুপা চৌধুরী (৩৫), রাবেয়া (৪৫) ও লাবনী (১৮), যশোরের নারগীস (১৬), নড়াইলের অথই শিলা (১৫), বাগেরহাটের সাগর মোল্লা (১৩) ও চাঁপাইনবানগঞ্জের শফিকুল ইসলাম (১৩) এরা ভারতে পৌছায়ে সে দেশের পুলিশের হাতে ধরাপড়ে।

পাচারের শিকার রুপা চৌধুরী সাংবাদিকদের জানান, দালালরা ভালো চাকরী দেবার কথাবলে তাদের ভারতে নিয়েযায়। দালালরা তাকে সেখানে ফেলে পালিয়ে আসে। ভারতীয় পুলিশ তাকে আটক করে জেলে পাঠায়। সেখান থেকে নিলুয়া হোম নামে একটি এনজিও সংস্থা তাকে ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। সাত বছর পর তিনি বাড়ি ফিরছেন।

এনজিও সংস্থা যশোর রাইটসের তথ্য ও অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান জানান, দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে তাদেরকে স্বদেশ প্রত্যাবাসন প্রক্রিয়ায় ফেরত আনা হয়েছে। এরা যদি পাচারকারীদের শনাক্ত করতে পারে তাহলে মামলা করতে তাদের আইনি সহায়তা দেয়া হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাসুম বিল্লাহ জানান, কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে পোর্টথানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা যায়।