দৈনিক সমাজের কন্ঠ

বেনাপোল সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে গাজা,ফেন্সিডিল ও হুন্ডির টাকাসহ আটক ৫

নাজিম উদ্দীন জনি – শার্শা(বেনাপোল)প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)’পৃথক অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল, ৯০ গ্রাম গাঁজা ও ৯ লাখ ৭৫ হাজার হুন্ডির টাকাসহ ৫ জনকে আটক করেছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলো, বেনাপোল পোর্ট থানাধীন গয়ড়া গ্রামের মৃত কবির আহাম্মদের মেয়ে হাসিনা বেগম (৩০), বড়আঁচড়া গ্রামের আব্দুস সালামের স্ত্রী ফিরোজা খাতুন (৩০), শার্শা বাগঁআচড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে হাফিজুর রহমান (৩২), ঝিকরগাছা এলাকার আমিনুরের ছেলে হাবিবুর রহমান (৩০), পোর্ট থানাধীন ছোট আঁচড়া গ্রামের আনছার আলীর ছেলে  সুমন হোসেন (৩০)।

বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পেরে, আমড়াখালি বিজিবি চেকপোস্টে এলাকা থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ হাসিনা ও ফিরোজা, ৯০ গ্রাম গাঁজাসহ হাফিজুর ও হাবিবুরকে আটক করা হয়।
অপরদিকে, বেনাপোল বাজার থেকে ৯ লাখ ৭৫ হাজার টাকা ও  একটি মোটরসাইকেলসহ  সুমনকে আটক করা হয়।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল সেলিম রেজা জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।