বেনাপোল দিয়ে সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিজিবি’র প্রতিনিধি দলের ভারত গমন

0
0

নাজিম উদ্দীন জনি,বেনাপোল(যশোর)প্রতিনিধি : যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ২ দিনের সফরে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) একটি প্রতিনিধি  দল সীমান্ত সম্মেলনে অংশগ্রহণ করতে  ভারতে গমন করেছেন।

বৃহস্পতিবার (০৩ অক্টোম্বর) সকাল ১১ টায় সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মধ্যে অনুষ্ঠিতব্য সীমান্ত সম্মেলনের উদ্দেশ্যে প্রতিনিধি দলটি ভারতে যায়।

এসময় বিজিবি প্রতিনিধি দলটি চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে পৌঁছালে ৬৪ ব্যাটালিয়ন  বিএসএফ অধিনায়ক নিরোদ পাল তাদের ফুল দিয়ে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান। পরে নিরাপত্তা বেষ্টনি দিয়ে বৈঠকের উদ্দেশ্যে নিয়ে যায়।

যশোর রিজিয়নের  কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল জালাল গনি খানের নের্তৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন,  রংপুরের রিজিউন কমান্ডার বেনজিন আহম্মেদ, রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল মুশফিকুর রহমান মাসুম, খুলনা সেক্টর কমান্ডার আরশাদুজ্জামান খান, স্টাফ অফিসার লেঃ কর্নেল আহম্মেদ জুনায়েদ, লেঃ কর্নেল রাহাদ নেওয়াজ, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের কর্মকর্তা আরিফ আহম্মেদ ও পারুল দেওয়ান, স্টাফ অফিসার মেজর নাজিম উদ্দীন ও মেজর মফিজুর রহমান।

বিজিবি জানায়, ভারতের কলকাতায় ৪ অক্টোম্বর থেকে ৬ অক্টোম্বর পর্যন্ত সীমান্ত সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হবে।

৬ অক্টোম্বর আলোচনা শেষে প্রদিনিধি দলটি আবার বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশ ফিরবে।

৪৯ ব্যাটালিয়ন বিজিবির  অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা বলেন, বৈঠকে সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও নারী-শিশু পাচার প্রতিরোধ নিয়ে বৈঠক হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here