দৈনিক সমাজের কন্ঠ

বেনাপোল এক্সপ্রেস ট্রেনটির সময়সুচী সহ সকল সেবা সমূহ

সমাজের কন্ঠ ডেস্ক – গত ১৮ই জুলাই,২০১৯ইং তারিখ থেকে যাত্রা শুরু হলো বেনাপোল এক্সপ্রেস ট্রেনটির। বেনাপোল এক্সপ্রেস ট্রেনটির সময়সুচী সহ সকল সেবা পরিসেবা সমূহ।

ট্রেনের নাম – বেনাপোল এক্সপ্রেস
ট্রেন নং – ৭৯৫/৭৯৬
রুট – বেনাপোল – ঢাকা – বেনাপোল
এটিও #বনলতা_এক্সপ্রেস এর মত একটি ননস্টপ ট্রেন। যদিও এর ২ টি অপারেশনাল স্টপেজ আছে।
যাত্রা বিরতি –
আপে অর্থাৎ বেনাপোল – ঢাকা, ট্রেন নং ৭৯৫ =
বেনাপোল – যশোর – ঈশ্বরদী – ঢাকা বিমানবন্দর – ঢাকা কমলাপুর (যশোর ও ঈশ্বরদী অপারেশনাল স্টপেজে)
ডাউনে অর্থাৎ ঢাকা – বেনাপোল, ট্রেন নং ৭৯৬ =
ঢাকা কমলাপুর – ঢাকা বিমানবন্দর – ঈশ্বরদী – যশোর – বেনাপোল (ঈশ্বরদী ও যশোর অপারেশনাল স্টপেজে)
সময় –
বেনাপোল হতে ঢাকা –
ছাড়বে – ১৩ঃ০০
পৌঁছাবে – ২০ঃ৫৫
ঢাকা হতে বেনাপোল –
ছাড়বে – ০০ঃ৪০
পৌঁছাবে – ০৮ঃ৪৫
ট্রেনটির লোড থাকবে ১২/২৪
অর্থাৎ কোচ থাকবে ১২ টি। তার মধ্যে –
এসি চেয়ার – ১ টি (গ)
এসি কেবিন – ১ টি (খ)
শোভন চেয়ার – ৭ টি (ঘ, চ-ট)
পাওয়ার কার+নামাজ ঘর+শোভন চেয়ার কোচ – ১টি (ঙ)
গার্ড ব্রেক+ডাইনিং কার+শোভন চেয়ার কোচ – ২ টি (ক, ঠ)
মোট আসন –
দিনে – ৮৯৬
রাতে – ৮৭১
বরাদ্দ আছে –
যশোহর – ঢাকা = এসি ১০, শোভন ৬২ টি
ঈশ্বরদী – ঢাকা = এসি ৫, শোভন ৩০ টি
বাকি সব বেনাপোল – ঢাকা
ঈশ্বরদী – বেনাপোল = এসি ৫, শোভন ৩০ টি
যশোহর – বেনাপোল = এসি ১০, শোভন ৬২ টি
বাকি সব ঢাকা – বেনাপোল
ভাড়া –
বেনাপোল – ঢাকা/ঢাকা – বেনাপোল =
শোভন চেয়ার – ৫৩৪ টাকা
এসি চেয়ার – ১০২৫ টাকা
এসি কেবিন সিট – ১২২৮ টাকা
এসি বার্থ – ১৮৯২ টাকা
ট্রেন টির সুবিধা/অসুবিধা –
১. অফ ডে –
বুধবার বেনাপোল হতে ঢাকা যাবেনা। বৃহস্পতিবার ঢাকা হতে বেনাপোল আসবে না
২. উন্নত মানের কোচ। ব্রেন্ড নিউ।
৩. আপে ও ডাউনে যশোর ও ঈশ্বরদীতে থাকছে অপারেশনাল স্টপেজ। কিন্তু থাকছে বরাদ্দকৃত সিট।
৪. থাকছে বায়ো টয়লেট, ট্রেন স্টেশনে থামা অবস্থায়ও ব্যাবহার করা যাবে।
৫. থাকছে ডিজিটাল ডিসপ্লে। ট্রেনের অবস্থান ডিসপ্লে তে দেখা যাবে।
৬. ট্রেনের রেক বেনাপোল বেইজ। তাই স্পায়ার, ওয়াটারিং ও ওয়াশিং বেনাপোলেই হবে।
৭. থাকছে #পঞ্চগড়_এক্সপ্রেস ও বনলতার মত বাংলাদেশ রেলওয়ের নিজস্ব ক্যাটারিং সার্ভিস।
৮. ট্রেনটির এটেন্ডেন্ট সারভিসে বাংলাদেশ রেলওয়ের নিজস্ব কর্মি থাকছে।
৯. ট্রেনটি একটি ‘ক’ শ্রেণির আন্তনগর ট্রেন।
১০. এটি একটি ননস্টপ ট্রেন (কথিত 😜)
১১. থাকছে ১০% ননস্টপ চার্জ।
১১. ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে কোন যাত্রি কমলাপুরের উদ্দেশ্য যেতে পারবে না।
বিঃ দ্রঃ #বেনাপোল_এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটার সময় একটা জিনিস সব সময় মনে রাখবেন, ট্রেন কিন্তু ঢাকা থেকে রাত ১২ টা ৪০ মিনিটে ছাড়বে, সুতরাং ধরুন আপনি ভাবছেন আপনি ঢাকা থেকে ২ তারিখের টিকিট কেটে ৩ তারিখে নাম্বেন। তাই আপনি ২ তারিখের টিকিট কাটলেন। তাহলে আপনি ভুল করলেন, যেহেতু আপনি ৩ তারিখ নাম্বেন ভাবছেন, সেহেতু আপনাকে ৩ তারিখের ই টিকিট কাটতে হবে, কারণ ট্রেন ছারবে রাত ১২ টার পর। আশা করি বুঝতে পেরেছেন।