দৈনিক সমাজের কন্ঠ

ঈদ উপলক্ষে একটানা ৯ দিনের ছুটির কবলে বেনাপোল স্থলবন্দর

শার্শা, (বেনাপোল) প্রতিনিধি  : আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে ৯ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে এই সময় দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

শুক্রবার (৩১ মে) সকাল থেকেই দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ হয়ে গেছে। তবে বন্দর কর্তৃপক্ষ বলছেন এর মধ্যে হয়তো একদিন অফিশিয়াল কার্যক্রম চলতে পারে। বর্তমানে বন্দরের কার্যক্রম সপ্তাহে ৬ দিনে ২৪ ঘণ্টা চলমান রয়েছে।

লম্বা ছুটির কারণে গত কয়েকদিন প্রয়োজনীয় পণ্য খালাস নিতে বন্দরে বাড়তি ব্যস্ততাও দেখা গেছে। এতে সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পেয়েছে। টানা ৯ দিন বন্ধ ও ঈদের আগে তিনদিন মহাসড়কে ভারী যানবাহন চলাচল না করায় পণ্য সরবরাহ বন্ধ থাকবে। ফলে শিল্পকারখানায় উৎপাদন বন্ধ হওয়ার আশঙ্কায় ব্যবসায়ীরা আগাম পণ্য খালাস করেছেন।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মহসিন মিলন জানান, ‘ঈদের ছুটির আগে ও পরে বন্দরে পণ্য পরিবহনে বিভিন্ন সংকট দেখা যায়। শিল্পকারখানায় উৎপাদন কাজে প্রচুর কাঁচামালের প্রয়োজন হয়। তাই ঈদের ছুটির প্রভাবে যেন উৎপাদন ব্যাহত না হয় এজন্য ব্যবসায়ীরা আগাম পণ্য খালাস করে নিয়েছেন। আমদানি পণ্যের খালাশকৃত মালামালের মধ্যে ছিল শিল্পকারখানায় ব্যবহৃত যন্ত্রাংশ, কাঁচামাল ও খাদ্য সামগ্রী। রফতানি পণ্যের মধ্যে ছিল-পাট ও পাটজাত দ্রব্য, মাছ, গার্মেন্টস সামগ্রী ও কেমিক্যালসহ বিভিন্ন পণ্য।’

বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) প্রদোষ কান্তি বলেন, ‘ঈদের আগেই ব্যবসায়ীরা যাতে দ্রুত প্রয়োজনীয় পণ্য খালাস করে নিতে পারেন তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্তা নেওয়া হয়। তবে ঈদের ছুটির মধ্যে একদিন কার্যক্রম খোলা থাকতে পারে।’