নাজিম উদ্দীন জনি, শার্শা (বেনাপোল) প্রতিনিধিঃ যশোরের বন্দর নগরী বেনাপোলে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে যশোরের একটি অরাজনৈতিক ও অনলাইন ভিত্তিক সংগঠন “SKBK সমেল্মিত ব্লাড ব্যাংক ”এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বেনাপোল বাজারস্থ মিনিস্টার শো-রুমের সামনে অস্থায়ী ম্যাডিকেল ক্যাম্প বসিয়ে সাধারন জনগনকে বিনা মূল্য রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর শুভ উদ্বোধন হয়।
এরপর সারাদিন বেনাপোল বাজারে আগত দর্শনার্থীরা এই ক্যাম্প হতে বিনামূল্য তাদের রক্তের গ্রুপ নির্ণয় করান।
“ যত্রতএ ধুমপান নয়,মাদক মুক্ত শার্শা চাই” এই স্লোগান কে ঘীরে মিনিস্টার শো-রুম,বেনাপোল শাখার সার্বিক সহযোগীতায় SKBK ব্লাড ব্যাংক সংগঠনের ব্যাবস্থপনায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম করা হয়।
উল্লেখ্য ২০২০সালে শার্শা উপজেলার বাঁগআচড়া এলাকার কিছু তরুন ছাত্রদের হাত ধরে সমাজিক সংগঠন SKBK ব্লাড ব্যাংক নামক অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠনের পদযাত্রা শুরু হয়।
এ সংগঠনের পরিচালক মেহেদী হাসান জানান,যশোর জেলার মধ্যে জরুরী রক্তের প্রয়োজনে রক্ত সরবারহ কাজে আমাদের স্বেচ্ছাসেবীরা সর্বদা নিয়োজিত থাকে জানিয়ে সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন তিনি।