সীমান্তে অপরাধ প্রতিরোধে বিজিবির নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে

0
1

সমাজের কণ্ঠ  ডেক্স-২৫ জুন ২০১৯:ঠাকুরগাঁও সীমান্তে অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিসহ সীমান্তবাসীকে দক্ষ ও কার্যকর জনশক্তিতে পরিণত করতে বিজিবির উদ্যোগে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
এ কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে হরিপুর উপজেলার মোলানি সীমান্তে স্বনির্ভর কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় ব্যাচের উদ্বোধন এবং এর আগের দিন রোববার বিকালে বালিয়াডাঙ্গী উপজেলায় সীমান্তে অপরাধ প্রতিরোধে মানুষের সাথে মতবিনিময় করেছেন ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম সামিউন্নবী চৌধুরী।
আমজানখোর ইউপি চত্বরে বিজিবির আয়োজনে এ মতবিনিময় সভায় তিনি স্থানীয়দের সীমান্তে মাদক, অস্ত্র, পণ্য চোরাচালান, অবৈধভাবে সীমান্ত পারাপার, নারী ও শিশুপাচার সংক্রান্ত বিষয়ে উন্মুক্তভাবে মতবিনিময় করেন। এ সময় তিনি সীমান্তবাসীদের বিভিন্ন সমস্যার কথাও শোনেন। ইউপি চেয়ারম্যান মো. আকালু (ডংগার) সভাপতিত্বে এ মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন চোষপাড়া বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার বাহাউদ্দীন, কোটপাড়া বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার ফারুক হোসেন, বেউরঝাড়ী বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার নুরুল হক, স্থানীয় সাংবাদিক, শিক্ষক ও ইউপি সদস্যরা।
এদিকে সোমবার হরিপুর উপজেলার মোলানি সীমান্তে কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন প্রসঙ্গে ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এসএম সামিউন্নবী চৌধুরী বলেন, ‘সীমান্ত এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও জীবনমানের উন্নয়ন ঘটাতে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে ২য় বারের মতো ২০ জন সীমান্তবাসী যুবক-যুবতীকে কম্পিউটার প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে।’
উদ্বোধনী এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোলানি বিজিবি ক্যাম্প কমান্ডার মোহাম্মদ মনিরুজ্জামান ও কম্পিউটার টেকনিশিয়ান জাকির হোসেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here