দৈনিক সমাজের কন্ঠ

বেনাপোল চেকপোস্ট দিয়ে ২০ টি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর নিয়ে দেশে ফিরলো ৫২ সদস্যের বিজিবির দল 

নাজিমুদ্দিন জনি,শার্শা(যশোর)প্রতিনিধি  : যশোরেরবেনাপোল চেকপোষ্ট দিয়ে ৬ মাস ভারতে ডগ হ্যান্ডেলার কোর্স শেষ করে শুক্রবার প্রশিক্ষন প্রাপ্ত ২০ টি কুকুর নিয়ে দেশে ফিরেছে ৫২ সদস্যর বিজিবি প্রতিনিধি দলটি।বিজিবি জানায়, গত ৮ জানুয়ারী বাংলাদেশের চৌকস বিজিবির ৫২ সদস্যর একটি প্রতিনিধি দল ভারতের মধ্যে প্রদেশের ডগ ট্রেনিং সেন্টারে কোর্স করতে যায়।এ সময় বিজিবির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নায়েক সুবেদার মাহবুব হোসেন। ফেরত আসার সময় ২০ টি প্রশিক্ষন প্রাপ্ত কুকুর নিয়ে আসে বিজিবির এ দলটি। তবে এটা বিজিবির নিজস্ব অর্থায়নে ক্রয় করে বলে জানায় ।বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সুবেদার বাকি বিল্লাহ জানান, এসব প্রশিক্ষন প্রাপ্ত কুকুর মাদক, বিস্ফোরক দ্রব্য, অস্ত্র উদ্ধার কাজে সহায়তা করবে।এরপর বেনাপোল ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বিকাল সাড়ে তিনটার সময় বেনাপোল থেকে যশোরের উদ্দেশ্য রওনা হয়।