সমাজের কণ্ঠ ডেস্ – জুলাই ১১, ২০১৯:
শাহানুজ্জামান টিটু : বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য জিএম সিরাজ শপথ নিয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৩টা ৩৫ মিনিটে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ পড়ান। ৩টা ৪২মিনিটের দিকে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সিরাজ। বলেন, এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে ও গণতন্ত্র পুনরুদ্ধারে যারা বা যে দল কথা বলবে তাদের সঙ্গে সমন্বয় হতে পারে। সংসদে বিএনপির যে কয়জন এমপি রয়েছেন আমরা সকলেই সরকারের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। আমাদের দলের চেয়ারপারসন দেশ নেত্রী খালেদা জিয়া মুক্ত না হওয়া পর্যন্ত গণতন্ত্র মুক্ত হবে না। নেত্রীর মুক্তির জন্য আমাদের দাবি সোচ্চারভাবে সংসদের মাধ্যমে দেশবাসীর সামনে তুলে ধরবো।
সিরাজ বলেন, আমি এবার যে আসন থেকে নির্বাচিত হয়েছি ওই আসনটি জিয়ার পরিবারের আসন। দেশনেত্রী খালেদা জিয়া এই আসন থেকে নির্বাচন করেছেন। নেত্রীকে অবৈধভাবে মিথ্যা একটি মামলায় সাজা দিয়ে কারাগারে রাখা হয়েছে। একারণে আমাকে দলীয় মনোনয়ন দেয়া হয়। বগুড়ার জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এজন্য এলাকার জনগণকে ধন্যবাদ। এছাড়া দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন। তারা আমাকে মনোনয়ন দিয়েছেন এজন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ।
শপথ নিয়ে বের সংসদ গেটের সামনে দেখা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে। এসময় দুই নেতা একে অপরকে আলিঙ্গন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম, বিএনপির সাংসদ হারুনুর রশীদ, আমিনুল ইসলাম, মোশাররফ হোসেন, জাহিদুর রহমান জাহিদ এবং রুমিন ফারহানা উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে গোলাম মোহাম্মদ সিরাজ রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।