ত্রাণ না পেয়ে বন্যার্তরা আহাজারি করছে – রুহুল কবির রিজভী

0
1

সমাজের কণ্ঠ  ডেস্ক   :২২ জুলাই, ২০১৯ –

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সারা দেশে বন্যার্তরা ত্রাণের জন্য আহাজারি করছে, কিন্তু ত্রাণ নেই। নারী-শিশু নির্যাতন মহামারি আকার ধারণ করেছে। শিশুদের কাটা মাথা পাওয়া যাচ্ছে। এগুলোই কি আওয়ামী লীগের উন্নয়ন?

আজ সোমবার দুপুরে নয়াপল্টনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক কমিটির নির্বাহী সভায়  তিনি একথা বলেন।

রিজভী বলেন, বন্যা হচ্ছে উত্তরবঙ্গ থেকে মধ্যবঙ্গ পর্যন্ত, লালমনিরহাট, কুড়িগ্রাম, সিরাজগঞ্জসহ বিভিন্ন জায়গায়। আর দেশের এই দুর্যোগ মুহূর্তে প্রধানমন্ত্রী ১৮ দিনের ছুটিতে লন্ডন চলে গেলেন। বাহ, এই হচ্ছে দায়িত্ব সরকারের। এর কারণ তাদের ভোট লাগে না, নির্বাচন লাগে না। তাদের লাগে পুলিশ আর র‌্যাব।

তিনি বলেন, সরকার ডাকাতের মতো রাষ্ট্রক্ষমতা দখল করেছে। জনগণকে ত্যাজ্য করেছে। গণতন্ত্রে একটু স্পেস দিলে রাস্তা দিয়ে নয়, গলি দিয়ে পালানোরও সুযোগ পাবেন না।

সভায় আরো উপস্থিত ছিলেন সদস্য সচিব আব্দুর রহিম, যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ সেলিম মিয়া, জাকির হোসেন খান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here