দৈনিক সমাজের কন্ঠ

খালেদাকে মুক্ত করার শপথ নেয়ার আহ্বান – আমির খসরুর চৌধুরী

সমাজের কণ্ঠ  ডেস্ক  :৭ আগস্ট, ২০১৯ –

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন ‘মামলা-হামলার কারণে বিএনপির ২৬ লাখ নেতাকর্মী আজ ঘরহারা হয়ে মানবেতর জীবনযাপন করছে। তাই আসুন, এই দেশ ও জাতিকে মুক্ত করতে খালেদা জিয়াকে মুক্ত করার শপথ নেই।’

আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় আবদুস সালাম মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, ‘খালেদা জিয়াকে জেলে নিয়ে, মানুষের অধিকার ও বাকস্বাধীনতা কেড়ে ক্ষমতাসীনরা মনে করেছিল, তারা দেশ পরিচালনা করবে। কিন্তু দেশ তো চলছে না। আর আজকে যখন দেশ চলছে না, তখন গুজব ও বিরোধী দলের ষড়যন্ত্রের বাহানা কথা বলা হচ্ছে।’

দেশে ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে বলেও উল্লেখ করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশে ডেঙ্গু মহামারিতে পরিণত হয়েছে। এটা কি গুজবের বিষয়? এটা কি লুকানোর বিষয়?

ফাইল ফটো