বেগম  খালেদাকে মুক্ত করতে হলে রাজপথে আন্দোলন করতে হবে – দুদু

0
1

 ফাইল ফটো

সমাজের কণ্ঠ  ডেস্ক :২১ আগস্ট, ২০১৯ –

খালেদা জিয়াকে মুক্ত করতে হলে রাজপথে আন্দোলন করতে হবে, স্লোগান দিতে হবে, ‘জেলের তালা ভাঙব, বেগম জিয়াকে আনব’ -এটাই রাজনীতি। এ আন্দোলন ছাড়া কোনো পথ নাই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু।

আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ নামে সংগঠনের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পাকিস্তান আমলে শেখ মুজিবকে বের করার জন্য যেমন স্লোগান দিতে ‘জেলের তালা ভাঙব শেখ মুজিবকে আনব’ তেমনি বর্তমানে স্লোগান দিতে হবে ‘জেলের তালা ভাঙব খালেদা জিয়াকে আনব’।

শামসুজ্জামান দুদু বলেন, বেগম খালেদা জিয়া যদি এখন জেলের বাইরে থাকতেন তাহলে তিনি কৃষকদের পাশে দাঁড়াতেন, শ্রমিকদের পাশে দাঁড়াতেন, ছাত্রদের পাশে দাঁড়াতেন, ঢাকা শহরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মানুষ যে অসহায় জীবন যাপন করছেন তাদের পাশে গিয়ে দাঁড়াতেন, কৃষকরা ধানের ন্যায্য মূল্য না পেয়ে ধান ক্ষেতে আগুন দিয়েছেন তাদের পাশে গিয়ে দাঁড়াতেন।

আয়োজক সংগঠনটির সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, শহিদুল ইসলাম, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমা, কৃষকদলের সদস্য লায়ন মিয়া মো. আনোয়ার, মৎস্যজীবী দলের নেতা ইসমাঈল হোসেন সিরাজী প্রমুখ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here