চৌগাছা সংবাদদাতাঃ চৌগাছা উপজেলার ১ নং ফুলসারা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন হয়েছে। সরাসরি ভোটের মাধ্যমে ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার আলা উদ্দিন ২৩ ভোট পেয়ে আহবায়ক নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্ব›িদ্ব বিএনপি নেতা আব্দুল জলিল পেয়েছেন ৮ ভোট। বিএনপির বিবাদমান দুই গ্রæপই একটি সমঝোতায় কমিটি গঠনের চেষ্টায় ব্যর্থ হলে সরাসরি ভোটের মাধ্যমে এই আহবায়ক কমিটি গঠন হয় বলে দলীয় সূত্র থেকে জানা গেছে। এতে জহুরুল গ্রæপের জয়লাভ হলেও পরাজয় বরণ করেন ইউনুচ-সালাম গ্রæপ। সোমবার বিকালে ইউনিয়নের রায়নগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি আলা উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন যথাক্রমে যুগ্ম আহবায়ক ইউনুচ আলী, আব্দুস সালাম, চেয়ারম্যান আতাউর রহমান লাল ও মাসুদুল হাসান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন আব্দুল্লাহ প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল ওয়াহেদ, কৃষক দলের কেন্দ্রিয় আহবায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম শফিক, আব্দুল লতিফ লতা, মোস্তাফিজুর রহমান মোস্তাক, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল জলিল, মোঃ শফি, তরফদার, রুস্তম আলী, আব্দুর রাজ্জাক আলমগীর হোসেন, আব্দুল মুজিদ, শরিফুল ইসলাম টুটুল, সাইদুল ইসলাম রিপন প্রমুখ। আলোচনা সভা শেষে আহবায়ক কমিটি গঠনে দুই গ্রæপের দুই নেতার নাম আসে নেতাকর্মীদের মাঝ থেকে। এর মধ্যে মাষ্টার আলাউদ্দিন জহুরুল গ্রæপের এবং আব্দুল জলির ইউনুচ-সালাম গ্রæপের। আলোচনার মাধ্যমে আহবায়ক কমিটি গঠনের চেষ্টা করে ব্যর্থ হয় উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ। একপর্যায় ভোটা ভুটির মাধ্যমে আহবায়ক করার সিদ্ধান্ত গ্রহন হয়। ভোটে জহুরুল গ্রæপের মাষ্টার আলা উদ্দিন ২৩ ভোট পেয়ে আহবায়ক নির্বাচিত হন এবং অপর গ্রæপের আব্দুল
জলিল ৮ ভোট পেয়ে পরাজিত হয়। মাষ্টার আলা উদ্দিনকে আহবায়ক এবং মোঃ শফি,আব্দুর রাজ্জাক তরফদার ও আলমগীর হোসেনকে যুগ্ম আহবায়ক করে ২৫ সদস্য বিশিষ্ঠ ফুলসারা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়।